নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

বৃহন্নলা জীবন

০৯ ই জুন, ২০১৩ ভোর ৫:৫৮

বৃহন্নলা জীবন

- যাযাবর জীবন



নির্ঘুম চোখে চেয়ে দেখি পৃথিবীর রূপ

রাতের অন্ধকারে মানুষের স্বরূপ;

কত রঙে কত ঢঙে রাতের মানুষেরা চলাচল করে

কত উদ্দেশ্য বিধেয় তাদের মনে

কে কার কথা জানে?



একদিকে ঔজ্জ্বল্য চোখ ধাঁধানো আলো

খুব ভালো খুব ভালো

আরেক দিকে চেয়ে চেয়ে মানুষের রূপ দেখি

রাতের চেয়ে কালো

রাতের অন্ধকারের রূপের সাথে বেশ মিলিয়ে যায়।



এখানে মানব মানবীতে কত খেলা খেলে

কত হাসি কত গান কত টাকার কত অপমান

যৌবনের পসরা সাজিয়ে বসে ছোট্ট ছোট্ট কিশোরী কিছু

স্কুলে যাওয়ার বয়স তাদের

কিংবা তলে থাকার কথা মায়ের আঁচলের;

কেও তারা রঙ মেখে সং সাজে

দামী হোটেলের মদিরার গ্লাস টুং টাং বাজে

জীবনকে উপভোগ একটু অন্যভাবে

শুধুই জৈবিক প্রয়োজনে

সাথে উপরি কিছু টাকার আমদানি

ভদ্র মনুষ্য সমাজে এদের নাকি রাতের সঙ্গী বলে

খুব ভালো।

কারো কারো রঙ মাখার ভাগ্যও হয় না

শুধুই রাস্তার মোরে মোরে দাঁড়িয়ে থাকা

খদ্দেরের আশায়

পেটের ক্ষুধা মেটাতে হবে যে তায়

মনুষ্য সমাজে দেহ-পসারিণী তাদের বলে

ভদ্র সমাজের কথকথা

নিশিকন্যা নতুন নাম-গাথা

কি আসে যায়?

সেই তো দাঁড়িয়ে পথের মোড়ে খদ্দেরের আশায়

ক্ষণিকের রমণ দামী গাড়ির সিটের পড়ে

কটি টাকা ফেলে দিয়ে ভোঁ দৌড় যে যার কাজে

শিশ্নের ক্ষুধা মিটল তার

কি যায় আসে রূপের ছটায়

শরীরে কথা কয় শরীরের ভাষায়

খুব ভালো।

একটু শক্ত হয়ে গেল কি নোংরা কথাটি?

কি জানি বাপু

আজকাল মুখের আড় সয় না

যা আসে মুখে

যা দেখি চোখে

বলে দেই সরল ভাষায়

অনেকে আবার এসব কথায় মনে ঘা খায়।

হয়তো আমারই দোষ

আমার নির্ঘুম চোখ

কেন যে দেখে যায় এইসব যত রাতের কালো?



সবই দেখছি সবাই মিলে

কারো কিছুই করার নেই

যুগের সাথে চলছি আমরা তাল মিলিয়ে

যাদের করার কথা তারা তো করছেই

হয় দামী হোটেলে সুন্দরী তন্বী সঙ্গী করে

সারারাত ভরে মৌজ মাস্তি

কিংবা জৈবিক প্রয়োজনে খুব তাড়াতাড়ি

দামী গাড়ির সিটের আড়ালে

পৌরষত্বের জাহির সমাজের চোখ লুকিয়ে

কিংবা ঘরের বৌ এর;

এ কি পৌরষত্ব নাকি নপুংসক জীবনের আরেক রূপ

কে জানে?



আসলে কারো কিছু বলার নেই

কিছু করার নেই

মাঝে মাঝে শুধুই বড় বড় কথা

এরাই বলে

"সমাজে নারীর মর্যাদা" নামক সেমিনারে

আসলে গুড়ো ধুলোর মত্ত ঘোরেতে

কাটিয়ে যাওয়া এক বৃহন্নলা জীবন

আমি, তুমি, আমরা সবাই মিলে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.