![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেমের খেলা
- যাযাবর জীবন
প্রেমের খেলায় মত্ত সবাই
দুজন জুটি হলে
ভালোবাসা পেখম মেলে
চারিদিক যায় ভুলে।
এ খেলাতে খেলোয়াড়
মাত্র দু জনা
কেবা জেতে কেবা হারে
বল না রে তুই মনা।
খেলার কোনো নিয়ম নেই
যে যার মত খেলে
মনের কথায় শরীর স্পর্শ
প্রেম পাখা মেলে।
খেলার মত খেলা হলে
দুজন জুটি বাঁধে
মান অভিমান খেলার ফাউল
রাগে অনুরাগে।
মত্ত যখন প্রেমের খেলায়
চরম আসক্তি
ফাউল হলেই জীবনেতে
আসে বিরক্তি।
রেফারি নেই এই খেলাতে
যে যার মনের রাজা
একটুখানি এদিক ওদিক
প্রেমের ব্যান্ড বাজা।
কোথায় ওরে প্রেমের বাস
রাগের উদয় হলে
করে নিজের সর্বনাশ
বিবেক বুদ্ধি ভুলে।
খেলা যখন জমে ওঠে
ভায়োলিনের সুর খেলে
মনের মাঝে প্রেম আকাশে
ইচ্ছে-ঘুড়ি ডানা মেলে।
হেরে গেলে প্রেমের খেলায়
অনিয়মের জীবন চলে
রাতের ঘুম হারাম করে
কান্নার জল চোখে ডলে।
অনেক হলো প্রেমের খেলা
জীবন খেলার মাঝে
কষ্ট কষ্ট বীণার সুর
মনের মাঝে বাজে।
হেরে গিয়ে দুজন দুদিক
তবুও মন পোড়ে
মনের মাঝে কষ্ট কলি
কান্না ঝরে পড়ে।
©somewhere in net ltd.