নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

শুকরিয়া

১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:২৭

শুকরিয়া

-যাযাবর জীবন



রাত জাগানিয়া রাত্রির সকল প্রহর

ঘুম পাড়ানিয়া দ্বিপ্রহর

একা কাটানোর অষ্টপ্রহর;

সময় দোলে;

পেন্ডুলামের প্রহর দোলে

মহাকালের বয়ে চলা সময়ের পথ ধরে

সময় গড়িয়ে চলে;

ঠিকা নেয় নি "সময়" কারো প্রহর গোনা অপেক্ষার

কিংবা সকল চাওয়া পাওয়া পূরণের অবসান প্রতীক্ষার

স্বেচ্ছায় বরণ করা কারাবাস

সেটাও তো ওপর ওয়ালার নেয়ামত

প্রহর গুনে করে যাচ্ছি হজম বিষপান।



আশা নিরাশার দোদুল্যমান পেন্ডুলাম

ভোরের "আসসালা তু খাইরুম মিনান্নার"

কেঁপে ওঠে কেন মনের ভিত আমার

ঢং ঢং গির্জায় শব্দ মাথায় বড্ড বাজে

শাঁখের কুউউউ ধবনি মেলায় সন্ধ্যের ভাঁজে

পেন্ডুলামের ঝলসানো শেষ বিকেলের আলো খেলায়

প্রহরগুলো শূণ্যে দোলে আশা নিরাশায়

রাতের বেলায় ছিন্নভিন্ন হৃদয় প্রতীক্ষার

সময় ঘড়িতে কালের পেন্ডুলামের দোলার

ঢং ঢং ঘণ্টাধ্বনি সময় বয়ে যায়......



তবু সকল শুকরিয়া নেয়ামতে

যতটুকু পেয়েছি হাত না পেতে

"আল্লাহ্‌ তায়ালা বড্ড মেহেরবান"

যতটুকু পেয়েছি দুহাতে

তাতেই স্মরণ করি

"ফাবি আইয়ে আআ লা ই রাব্বিকুমা তুকাজ্জিবান"......

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.