নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

চর্বিত চর্বণ

২০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৯

চর্বিত চর্বণ

- যাযাবর জীবন



নতুন নতুন কিছু বীভৎস কাহিনী

নতুন নতুন কিছু বীভৎস সময়

নড়বড়ে পিলারের দাঁড়িয়ে উঁচু উঁচু ভবন

হাড় ভাঙ্গা খেটে খাওয়া মজুরের ঘাম

নিঃশেষে বিলায় জীবন

ভাঙ্গা অট্টালিকার তলে থেমে থাকে দম

পোড়ে আগুনে

চাপা ভবনে;

জীবনগুলো মরণে লেখা

প্রতিনিয়ত:

তারপর ঘটনার ঘনঘটা

মৃত্যুর আহাজারি

ধুম!!!!!!!!!!!!!!!



টাকার ছড়াছড়ি

কিছু কোলাহল

কিছু মানুষের ঢল

কিছু টাকা ছড়াছড়ি

জীবনের মূল্য অর্থের বিনিময়ে

ঘটনার ঘনঘটার অবসানে

এভাবেই ক্রমাগত......



কার জীবন?

মরে কারা?

ক্ষুদ পিপাসায় কাতর যারা

জীবন সংগ্রাম লড়ে তারা

অন্নের তরে

মানবীয় না দানবীয়?

সুধায় কে?

জবাব দেবার আছে টা কে?

এই সুন্দর স্বাধীন দেশে।



নতুন নতুন কিছু বীভৎস কাহিনী

নতুন নতুন কিছু বীভৎস সময়

রাতের ফাঁকা রাজপথ

অন্ন দাসের ভিখারি হয় অন্যের দাসী

কাজের সন্ধানে কাম দেবের পুজোয় অর্ঘ্য

দেহ চাটে হায়েনারা

খুঁটে খায় দেহের ভাঁজে ভাঁজে

আঁচরে কামড়ে নখ-দন্ত মেলে

পয়সার উসুল তোলে

মনুষ্যত্ব না পশুত্ব?

প্রতিদিন একই রুটিন

তারপর হঠাত করে একদিন

খবর হয়ে ওঠে

কোন এক মানুষরূপী হায়েনার বাড়াবাড়িতে

টাকার বদলে নগ্ন শরীরটা ছুঁড়ে ফেলে দেয়

কোন এক ডাস্টবিনের কোণে

কিংবা নির্জন পার্কের একপাশ ঘেঁষে;

নতুন খবর

নতুন সময়

নতুন আয়োজন

নতুন কথার তুবড়ি

মনুষ্যত্বের ধ্বজাধারী

টপ নিউজ মিডিয়াতে......



আবার কিছু কোলাহল

আবার কিছু মানুষের ঢল

আবার কিছু টাকা ছড়াছড়ি

জীবনের মূল্য অর্থের বিনিময়ে

ঘটনার ঘনঘটার অবসানে

এভাবেই ক্রমাগত......



সুধায় কে?

জবাব দেবার আছেটা কে?

এই সুন্দর স্বাধীন দেশে।



আমি কিন্তু সুশীল সমাজের প্রতিনিধি,

সুশীল সুশীল কথা বলি

অতি শুদ্ধ ভাষায়, রাবীন্দ্রিক ঢঙে

বড় বড় বক্তৃতা

কথার তুবড়ি ছোটে মাইক হাতে পেলে;

আরে না! ধুর ছাই! কি যে বলি?

আমি অনেক বড় সাংবাদিক

কলামের পর কলাম লিখে যাই

আর্ত মানবতার সেবায়;

হাজার হোক সুশীল সমাজে নিতে হবে ঠাই

জ্ঞানী গুণী মহারথীদের সাথে

কাঁধে কাঁধ মিলিয়ে সুশীল সমাজে

আর ঐ সকল বোকার দল কেন বোঝে না যে?

এই সব

নতুন নতুন কিছু বীভৎস কাহিনী

নতুন নতুন কিছু বীভৎস সময়

নতুন নতুন দুর্ঘটনা

ধর্ষণ আর খুনের নিত্য ঘটনা

নতুন একটি ভবন ধ্বস

নতুন কোথাও আগুন লাগা

নতুন করে মানুষ পোড়া

নতুন লাশের সারি

স্বজন-হারা মানুষের আহাজারি

ক্ষুধ পিপাসায় ক্রন্দন

এ সবই তো জীবনের আয়োজন

সুশীল সমাজে বাক বিতণ্ডা

আর টিভি মিডিয়ায় টক শোর

সাবজেক্ট লাগবে তো!!!!

নতুন নতুন কিছু বীভৎস কাহিনী

প্রতিদিন কোত্থেকে যোগান দেবে কে?



একটি ঘটনা, এক মাসের রটনা

মুখরোচক খোরাক

ঝাঁপিয়ে পড়া মিডিয়া

মনুষ্যত্ব কথা বলে

বিবেক কথা বলে

ঘটনা ঘটে গেলে তারপরে, তারপরে।

তারপর???????

সেই একই চর্বিত চর্বণ

নতুন আরেকটি ঘটনা

পুরনোটার যবনিকাপতন

চিরতরে।



আমার মাথা মাঝে মাঝে কাজ করে না

নিত্য নতুন এই সকল ঘটনা

সত্যি কি দুর্ঘটনা?

না কি আসলে ঘটা করে এই সব আয়োজন

নতুন সংবাদের প্রয়োজন

সুশীল হতে হবে তো আমাদের

রাবীন্দ্রিক ঢঙ্গে সুন্দর কথার ফুলঝুরি

আর্ত মানবতার সেবার কাঁধে কাঁধ মিলিয়ে

না হয় কাঁধে একটা একপেশে শাল ফেলে

দূর থেকে একই বক্তৃতার চর্বিত চর্বণ

হতেই হবে

আর নইলে জীবনটা যে

বড্ড পানসে হয়ে যাবে।



ধুর ছাই কি যে সব ছাইপাঁশ লিখে যাই!

মাথা মুণ্ডু কিছু নাই!

এইজন্যইতো স্থান হয় নি আমার

ঐ সুশীল সমাজে

ওরা আমায় পাগল বলে দূর দূর করে।

মন্তব্য ৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২১

বোকামন বলেছেন:
আমরা যে ভুলে যাই .........।
নতুন পুরাতন হয়, আর আমরা ভুলে যাই।।

২| ২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

ইখতামিন বলেছেন:

কবিতাটা অনেক ভালো লেগেছে
পড়ার পর খুব খারাপ লাগছে

৩| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্লাস! ভালো লেগেছে।

৪| ২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

শাখাওয়াত রিপন বলেছেন: খুব ভাল লাগলো কবিতা টি পরে।

৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৪৪

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই সবাইকে।

ভালো থাকুন সকলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.