নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

পথ চলা

০২ রা আগস্ট, ২০১৩ রাত ২:৪৩

পথ চলা

- যাযাবর জীবন



কবে যে বৃত্তের কেন্দ্র থেকে

পথচলা শুরু? আজ আর মনে পড়ে না;

ধীরে ধীরে ব্যাসার্ধ বাড়াতে বাড়াতে

পথ চলা, কোন এক অজানা পরিধির দিকে;

সামনে অন্ধকার না আলোর দিশা আছে

না জেনেই ঝাঁপিয়ে পড়া

কালের গহ্বরে।



কালের যাত্রা ধ্বনি যেন শুনি

কান পেতে খুব ধীরে

নরম পায়ে পায়ে কে যেন এগিয়ে আসছে

কিংবা কি যেন হামাগুড়ি দিচ্ছে

আমার দিকে

অজানা পরিধির শেষ দিক থেকে

উল্টো পথে আমারই দিকে;

তাহলে পথের কি এখানেই সমাপ্তি

কালের সমাপ্তিতে কিংবা জীবনের?



না হলে পরিধির সমাপ্তি না জেনেই

কেন ফিরতি পথ গুনি

অবচেতন মনে;

আজকাল ব্যাসার্ধের পরিমাপ করি না

শেষ থেকে আবার শুরুর দিকে যাত্রা

উল্টো ব্যাসার্ধ ধরে

কেন্দ্রের দিকে, পরিধির সমাপ্তি না দেখেই।



শুরু থেকে অনেক অব্ধি পথ চলা হলো

তবুও কিছুই দেখা হলো না মনে হয়

কিছুই জানা হলো না মন কয়;

অসম্পূর্ণতার হতাশা নিয়ে

উল্টো পথ হাঁটা শুরু হলো

যেখান থেকে শুরু করেছিলাম

সেই মূল কেন্দ্রের দিকে।



এইতো জীবন!!

যেখান থেকে শুরু সেখানেই সমাপ্তি

মাটি থেকে সৃষ্টি

মাটিতেই মাটি।



কেও কি পরিধির দেখা পেয়েছে?

এ জীবনে?

বড্ড জানতে ইচ্ছে করে।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:০৯

ফোনেটিক বলেছেন: অসাধারণ। চালিয়ে যান.........

২| ০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৯

বিবর্ণ ক্যানভাস বলেছেন: ফোনেটিক বলেছেন: অসাধারণ। চালিয়ে যান.........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.