![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উল্টো মানুষ
- যাযাবর জীবন
উল্টো কিছু মানুষের বাস
উল্টো এই পৃথিবীতে
যেখানে জীবন যাত্রাই হয়ে গেছে উল্টো
জীবন থেকে মরণ পর্যন্ত।
পশু সমাজের সাথে এদের
কোথায় যেন এক সেতুবন্ধন
করে যাচ্ছে ইচ্ছাকৃত উল্টো জীবন যাপন
মানুষ হয়ে
মনুষ্য সমাজে
চড়ে জীবনের উল্টো রথে;
খেয়ে, না খেয়ে
কষ্টে সৃষ্টে বেঁচে আছে কোনমতে
উল্টো পথে যেয়ে
তবু সমঝোতা করতে পারে না
জীবনের সাথে
কিংবা তথাকথিত সমাজ ব্যবস্থা
কিংবা মানুষ নামের ঐ সব প্রাণীগুলো
যারা চলে মুখোশ পড়ে
বদলায় মুখোশ ক্ষণে ক্ষণে
সময়ের হাত ধরে
দিনে কিংবা রাতে
সুযোগের সদ্ব্যবহারে
যখন যেমন
স্বার্থের প্রয়োজনে
নীতির জলাঞ্জলি
অনৈতিক কারণে।
সমাজে স্থান কোথায় এই সব উল্টো মানুষগুলোর?
যারা চিরাচরিত সমাজের নিত্য-রূপ উল্টো দেখে
চলমান ঘটন আর অঘটনে উল্টো বকে
খাতায় কলমে সোজা ছবি আঁকে
চোখে যা দেখে
সুসভ্য মানুষগুলো বাঁকা চোখে দেখে
আড় চোখে চায় (উল্টো দেখে)
ভেতরে ভয়ে কুঁকড়ে যায়
কখন না মুখোশটা খুলে পড়ে যায়
উল্টো এই মানুষগুলোর
উল্টো সব কাজ কারবারে।
সবাই সোজা মানুষ হতে চায়
মনুষ্য সমাজে যাদের বাস
সুশীল সমাজের বাসিন্দা হতে চায়
কারণে আর অকারণে;
আমার বড্ড সাধ জাগে
উল্টো মানুষ হবার
না হয় পশু সমাজেই নেব বাস
জ্বলব না নিত্য অনৈতিক দহনে।
©somewhere in net ltd.