![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখক ও পাঠক
- যাযাবর জীবন
এক সময় পাঠক খুঁজে নিত লেখককে
পত্রিকার আনাচে কানাচে থেকে
সেই সব দিন ছিল
সেই সব সময়
সেই সব লেখা
সেই সব লেখক।
আজ লেখক ছড়িয়ে দেয় লেখা পাঠকের মাঝে
ট্যাগে ট্যাগে ফেসবুকে
ব্লগে ব্লগে
আজকের সময়
আজকের লেখা
আজকের লেখক।
সেদিনও লেখক ছিল
সেদিনও পাঠক ছিল
আজো লেখক আছে
আজো পাঠক আছে;
তবু কতইনা ব্যবধান
দুটি সময়ের মাঝে।
২| ২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২৪
খেয়া ঘাট বলেছেন: তবু কতইনা ব্যবধান
দুটি সময়ের মাঝে।
খুবই চমৎকার।
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ ভোর ৫:১৩
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই খেয়াঘাট আর ময়নামতি ভাই।
ভালো থাকুন।
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২১
ময়নামতি বলেছেন: অল্প কথায় অত্যন্ত সুন্দর কবিতা।
ভাল লাগল।+++++++