![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিষ
- যাযাবর জীবন
বিষের প্রকারভেদ জানো?
আমার কাছে শোনো;
লাল পিঁপড়ার কামড়ে চুলকায় খানিক
হয়তো একটুকু উহ্
কাঠ পিপড়ার কামড়ে
বড্ড জ্বালা;
ঠিক ভ্রমরের কামড়ের কাছাকাছি
তবে রেগে গেলে এরা
কামড়ায় মেলা;
ঢোঁড়া সাপের কামড়ে জ্বলে একটু
তবু সয়ে যায়;
কাল কেউটের ছোবল;
জান কেমন?
ঠিক যেন মানুষের লোভ রিপুর
নখদন্ত মেলা, কামড়ের মরণ।
ভালোবাসার কামড়ের বিষ কেমন?
একদম মধুর মতন;
আর ভালোবাসার মানুষের উগরে দেয়া ঘৃণার বিষ?
কাঠকয়লার গনগনে লাল আগুনে বসে থাকা যেমন।
মানুষ মুখে কামড়ায় বারবার
ঢোঁড়া সাপের বিষে
জ্বালাতে ভালোবাসার মানুষেরে
অথচ নিজে দহনে জ্বলে পুড়ে মরে শতবার;
তারপর?
একসময়, ঢোঁড়া সাপ পরিণত হয় শঙ্খচূড়ে
ক্রমাগত বিষের জ্বালা সয়ে যেতে যেতে।
তারপর?
একটি ছোবল শঙ্খচূড়ের বিষে
ঘৃণা মাখানো শেষ ছোবল
মানুষের দাঁতে মানুষেরে
কামড়ে ধরে শেষবার;
ছিন্নভিন্ন জীবন
আলিঙ্গনে মরণ;
জীবন আর মৃত্যুর মাঝে
শুধু একটি মুহূর্তের ফারাক
বড্ড কার্যকরী এ বিষ
হতে এপার আর ওপার।
রক্তের রন্ধ্রে রন্ধ্রে বিষ মিশে গেলে
বেঁচে থাকার আছে কি উপায়?
হোক সে প্রেমে; কিংবা ঘৃণায়?
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই,
ভালো থাকুন।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ লাগলো।
++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯
নির্বাসন এ একা বলেছেন: অনেক ধন্যবাদ,
দোয়া রাখবেন।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩৮
বাসুরী বাসীয়ালা বলেছেন: বিষ বিশরদ দারুন লিখেছেন +++++++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪০
নির্বাসন এ একা বলেছেন: ভাই বাসুরী,
আমি বিষ বিশারদ না রে ভাই, বিষ পিঁপড়ার কামড় খাই আর লাফাইয়া যাই।
ধন্যবাদ ভাই।
ভালো থাকুন।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৬
ভিটামিন সি বলেছেন: এইয়া কি কন মেবাই। খালি দেহি কামড়া কামড়ি।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪১
নির্বাসন এ একা বলেছেন: ভাইটামিন সি এর বড় অবাব পড়ছে মেবাই
এইল্লাইগাই কামড়াকামড়ি মুঞ্চায়।
বালা থাহুইন মেবাই, এট্টু ভাইটামিন পাডাইয়া দিয়েন কইল।
অনেক ধন্যবাদ ব্লগে ঢু মারার জন্য।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
২য় জীবনানন্দ বলেছেন: মারাত্মক লিখেছেন।