![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছলাকলা না মনকলা?
- যাযাবর জীবন
সম্বোধনে কিছুই যায় আসে না
যা ইচ্ছে ডাকতে পার;
মা, বোন, বান্ধবী কিংবা প্রিয়তমা
মনে মনে মনকলা খেতে খেতে
বসে বসে নারীর নানান রূপ দেখই না;
নারীর মন বোঝে নি ওপরওয়ালা
তুমি কোন ছার হে মূর্খ মানব
এসেছ মন বুঝনে-ওয়ালা
না বুঝেই নারীর ছলাকলা
মনে মনে খেয়ে যাও মনকলা!
মা ডাকে ডাকছ, দিচ্ছ ছেলের শ্রদ্ধা
বোন ডেকে দিচ্ছ তাকে ভাই এর ভালোবাসা
বন্ধু ভেবে কাছে টানা
কিংবা প্রেমিকা ভেবে,
ভালোবাসায় সাগরে ভাসিয়ে রাখ না!
কে বাঁধা দিয়েছে তোমায়,
কে করেছে মানা?
প্রতিদান অবশ্যই পাবে একটুকু হলেও
ছলায় বা কলায়?
সম্পর্ক?
আসলে তাঁদের কাছে উনিশ আর বিশ
যতক্ষণ পাশে থাক মধু
দূর করে দিলেই মনে হয় বিষ;
সম্বোধনে তাদের কিছুই আসে যায় না
কিংবা সম্পর্কের গণ্ডীতে বেড়ী পড়া,
তুমি মনে মনে খেয়ে যাও মনকলা।
সে তোমাকে কিভাবে নিচ্ছে?
তুমি আসলে জানই না,
তবে যেভাবেই নিচ্ছে সেটাই তাঁদের কাছে চূড়ান্ত
তুমি শুধুই ভেবে মর প্রকারন্ত;
তারাই ঠিক করে নেবে
তুমি কে হবে?
হতে পার তুমি তার ভাই, বন্ধু
প্রিয়জন কিংবা জীবন সাথী;
একচক্ষু আবেগে পূর্ণ নারীর মন
সে মনেতে যেভাবে ভাবে
সেভাবেই তোমাকে নেবে
তাতে কিন্তু নেই একটুকুও ফাঁকি।
মাটির ঐ পুতুলের ভিতরে
ভুলেও নারীর হৃদয়ের তলদেশ
খুঁজতে যেও না
অথৈ জলে ঢেউ উঠলে
কোথাও কিনারা খুঁজে পাবে না;
তার থেকে মনকলা খাও
আর দেখে যাও নারীর ছলনা।
ভাবাবেগের নিয়ন্ত্রণে খুব ভালো হয়
যদি ভাবলেশহীন হয়ে যেতে পার;
আর নয়তো বিরহ ব্যথায়
দিনের বেলায় ধুঁকে ধুঁকে চল
আর রাতের বেলায় চাঁদের সাথে একা কথা বল
কিংবা দহনের জ্বালায় জ্বলে পুড়ে মর।
আমার কি?
নারীর কলা যতটুকু দেখেছি, বলে গেছি
যতটুকু জেনেছি, জানিয়েছি;
পরে কিন্তু বল না আবার,
জেনে শুনেও সাবধান করে নি।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০২
আমিনুর রহমান বলেছেন:
প্রতিদান অবশ্যই পাবে একটুকু হলেও
ছলায় বা কলায়?
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫
এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।