নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

অর্থ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১০

অর্থ

- যাযাবর জীবন



ছোট্ট একটি নাম

অথচ বিশাল কলেবরে

নানাবিধ কর্মযজ্ঞ তার

সে এক অমূল্য রতন

সকলের মনের ভেতরে থাকে খুব সযতন

সকলে পিছনে পেছনে দৌড়োয় তার

কেও কেও এদিক আর ওদিক হাতড়ায়

তীব্র আকাঙ্ক্ষা মনে - তারে ধরিবার।



কি সেই মহামূল্যবান বস্তু?

বাঁধায় তুলকালাম অনর্থ;



যার জন্য পৃথিবীতে সকল মতপার্থক্যের কারণ

নির্ণয় করে দেয় সম্পর্কের ধরণ

শুধুই দেবার আর নেবার

এর মাঝে নেই কোনই তৃতীয় পক্ষ

যদি অদৃশ্য কিছু থেকে থাকে তবে তা 'স্বার্থ';

তুচ্ছ তার নাম অথচ মহামূল্যবান মহার্ঘ্য

এরই লাগি সকল বিসর্জন বিবেকহীন

না হয় হলোই সকলের সাথে সম্পর্ক বিহীন

হোক না বাবা, মা ভাই বোন পরিবার পরিজন

কিংবা অন্য যে কোন সম্পর্ক

এর কাছে সব একদম তুচ্ছ;

সকল অনর্থের যে কারণ

অমানুষের হৃদয় করেছে তারে ধারণ;



খুব ছোট্ট একটি ডাক নাম তার - "অর্থ"



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.