![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতি
- যাযাবর জীবন
তোকে ছাড়া চলতো না আমার একটি মুহূর্ত
কিংবা আমা বিহীন তোর
আজ মনে হয় আঁটকে ছিলেম দুজনেই
ফাঁপা একটা সম্পর্কের ভেতর;
কাওকে ছাড়া কারো চলে না
বড্ড মিথ্যে, ভুল ধারণা;
জীবন চলে তার নিজস্ব পথে
থাকুক আর না থাকুক
কেও কারো সাথে;
ঘূর্ণায়মান পৃথিবী
ঘুরে চলেছে অবিরাম
তার নিজস্ব কক্ষপথে;
থেমে নেই কেও
না তুই
না আমি
না আমাদের জীবন
না ঘূর্ণায়মান পৃথিবী।
চলাই জীবন
চলাই গতি
সাথে নিয়ে এসেছি কপালে লিখে
অমোচনীয় কালিতে যার যার নিয়তি.........
©somewhere in net ltd.