![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ধকারের ঘর
- যাযাবর জীবন
চলমান ঝর্ণাধারায় পিচ্ছিল শ্যাওলা
বাঁশঝাড়ের ঘুণে ধরা হলদেটে কঞ্চিগুলো
নিশীথ রাতের অন্ধকারের পাহাড়ি বুনো সুর
জ্যোৎস্নার প্রখর আলোকচ্ছটায় পুড়ে যাওয়া রৌদ্দুর
অন্ধকারের আয়নায় দেখা হলো ছায়ার
এদিক ওদিক, অনেক তো দেখা হলো দুজনার;
চল এবার ঘর বাঁধি
বিবর্তনের অন্ধকারে।
©somewhere in net ltd.