নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

জীবন সংগ্রাম

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

জীবন সংগ্রাম

- যাযাবর জীবন



জীবন সংগ্রাম

রেসের ঘোড়া

ঊর্ধ্বশ্বাস দৌড় অবিরত;

রাশের দড়ি

কে টানে?

হাপরের ওঠানামা

বুকের খাঁচায়;

তারস্বরে কাকগুলো

মাথার ওপর কা কা রব

ডেকে যায় ক্রমাগত;

ঘিলু ঠোকরায়

শকুনির দল

মগজ বাড়িতে

ঠোঁট ডুবায়।



নিষ্পেষিত বুকের হাড়

ঐরাবতের থাম পা

চেপে বসে

লোভী চাপে;

ধিকি ধিকি আগুন

কয়লা পোড়া মনে

রণপায়ে পালিয়ে বেড়ানো

মরণ থেকে;

স্বার্থের গনগনে লাভাস্রোত

হায়েনার নখের আঁচর

দৌড় দৌড় তবু দৌড়

পালাতে জীবন থেকে

ফেটে চৌচির বুক

পেতে একটুকু দম;

মুখের নিঃসৃত হ্রেষা ধ্বনি

বুকের গভীরেতে

কান পেতে শুনি

পালাতে মরণ থেকে

আবার নতুন করে

দৌড়ের আয়োজন।



কাঠঠোকরার ক্রমাগত ঠোকর

হৃদয় ক্ষত

শুকোবে কি মরণে?

কাকচক্ষু মিঠে জলরাশি

লোনা হয়ে ওঠে

ক্রমাগত ক্ষরণে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

আশিক মাসুম বলেছেন: সুন্দর কবিতা।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩২

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ আশিক মাসুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.