নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

নীল সবুজের পালা

১১ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৭

নীল সবুজের পালা

- যাযাবর জীবন



বীজ থেকে শুরু

অঙ্কুরোদগম হতে হতে অরণ্য

কত মেঘ রৌদ্দুর

রাতের মিটি মিটি তাঁরা

অন্ধকারের গান

কিংবা ঝিঁঝিঁ'র ডাকে সাড়া;

নগর সভ্যতায় পরাকাষ্ঠায়

মানব অসভ্যতা ঢাকা

কিংবা চারিত্রিক?

সে তো বইয়ের ভাষার বাহুল্য মাত্র,

চরিত্র কোথায়?

কাপড়?

সে তো নিমিত্ত মাত্র

দু টুকরো, চারটুকরো

কিংবা হিজাব পড়া;

চোখের পর্দা না থাকলে দেহের পর্দায় কি আসে যায়?

নতুন বর্ষায় নতুন পানি নতুন জীবন আনে

বৃক্ষরা নতুন পাতা ছাড়ে

নীলাকাশের নীচে সবুজ অরণ্য শোভা পায়।



মানুষগুলো কবে সবুজ সতেজ হবে?

অসভ্য ভালোবাসাগুলো নীল হয় কেন?



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩

আরজু পনি বলেছেন:

চোখের পর্দা না থাকলে দেহের পর্দায় কি আসে যায়?

ভালো বলেছেন ।

শুভেচ্ছা রইল ।।

২| ১১ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:০১

বোধহীন স্বপ্ন বলেছেন: [sbমানুষগুলো কবে সবুজ সতেজ হবে?
অসভ্য ভালোবাসাগুলো নীল হয় কেন? ]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.