![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন অঙ্ক
- যাযাবর জীবন
অঙ্ক কষেই চলেছি জীবনের
বোধোদয়ের পর থেকে
কিংবা জীবন যুদ্ধের জোয়াল
যেদিন থেকে কাঁধে;
সরল, সুদকষা, পাটীগণিত, বীজগণিত
ক্যালকুলাস কিংবা জ্যামিতিক
জীবনের প্রয়োজনে যত হিসাব নিকাশ
সবই গাণিতিক।
এক এক কুড়িয়ে যোগ করছি আনন্দ নহর
বিসর্জনের বিয়োগে ছুঁড়ে ফেলা হতাশার গহ্বর
গুনে গুনে বাড়ানো খুশির সরোবর
বেটে চলেছি ভাগে দুঃখ বরাবর;
জীবনের ফলাফল?
বিশাল এক "শূন্য"।
সবার জীবনের সমীকরণ মেলে না
আমারটার গলদ রয়ে গেছে হয়তো গোড়াতেই কোথায়
সরল জীবন অঙ্কের, খুঁজে পাইনি তার
হারিয়েছিল কোথায় সে সোনামুখী সুঁই, কোন খড়ের গাঁদায়।
সারাজীবন আশেপাশের মানুষগুলোকে মিলিয়ে হয়েছি ধন্য
অথচ আমারই জীবন ফলাফল বারে বারে অঙ্ক কষে পাই "শূন্য"
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
অবিনাশী অন্ধকার বলেছেন: সারাজীবন আশেপাশের মানুষগুলোকে মিলিয়ে হয়েছি ধন্য
অথচ আমারই জীবন ফলাফল বারে বারে অঙ্ক কষে পাই "শূন্য"
সুন্দর কবিতা ।