![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবাস্বপ্ন
- যাযাবর জীবন
বিপরীত চরিত্রের মানুষগুলোকে কেন জানি
বড্ড ভয় হয়,
তাই তো সৎ মানুষগুলোকে এড়িয়ে চলি খুব সযতনে;
যেন সিনেমার চরিত্র থেকে উঠে আসা
একটি দুটি সৎ মানুষ,
দেখা হয়ে যায় হঠাৎ করেই
খুব মাঝে মাঝে
পথ চলতে;
চমকে উঠে দূরে সরে যাই ঠিক তখনই
মনের অজান্তে,
ভয়ে কেঁপে ওঠে অন্তরাত্মা
তাঁদের সাথে দেখা হলে;
কি জানি কখন
ঘুমন্ত বিবেক জেগে ওঠে কথা বলে
নিজের সাথে,
চাবুকের কষাঘাতে।
যদি খুব অলৌকিক ভাবে
নিজেরও সৎ মানুষ হতে ইচ্ছে জাগে?
আটপৌরে সরল সোজা ঐ মানুষগুলোর সংস্পর্শে এসে;
আমার এত পাপের কষ্টার্জিত ধনরাশি;
কে খাবে?
কিংবা যদি তাঁদের সহচার্যে এসে
পাপার্জিত সম্পদের পাহাড়
বিলিয়ে দিতে ইচ্ছে করে
খুব হঠাৎ করে;
তবে কি হবে?
আরে, আরে!
দিবাস্বপ্ন দেখারওতো একটা সীমা থাকে।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:৪৮
সাগর রহমান বলেছেন: কিংবা যদি তাঁদের সহচার্যে এসে
পাপার্জিত সম্পদের পাহাড়
বিলিয়ে দিতে ইচ্ছে করে
খুব হঠাৎ করে;
তবে কি হবে?
আরে, আরে!
দিবাস্বপ্ন দেখারওতো একটা সীমা থাকে।... ভাল
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১
মামুন রশিদ বলেছেন: হুম ঠিক
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৭
পাঠক১৯৭১ বলেছেন: রবিনসন ক্রুশো?