![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম আসে প্রেম যায়
- যাযাবর জীবন
রাতের কুয়াশায় ভিজে নিছক প্রেমিকের মত জ্যোৎস্না বিলাস, ছাঁদের ওপর
শীতে ঠকঠক করে কাঁপতে কাঁপতে সর্দি গর্মি, আমি মহা প্রেমিক;
যেন প্রেমিকার বাসস্থান আকাশ পানে, দেখছে আমায় চক্ষু মেলে; আদতে শুয়ে স্বামীর বুকে; ওম ওম লেপের নীচে, আরো কত কি!!! আমি ঠান্ডায় জমে মরি। মূর্খতার একটা সীমা থাকা দরকার।
প্রেমের ভাবাবেগে ডুবছি, ডুবছি সাগর জলে মনে মনে,
আদতে গোসল করা হয় না সপ্তাহে দুদিন, শীতের দিনে ঠান্ডা পানিতে বড্ড পেট মোচড়ানো অনুভূতি; পানিকে এড়িয়ে চলি। হিপোক্রেসি ভাইরাস প্রেমকে নিয়ে গেছে শিল্পের পর্যায়ে; যত্তসব। ছেকা খাওয়া প্রেমিক প্রবর।
কিছুদিন প্রেম করি তারপর মনে মনে প্রেমের কবর খুঁড়ি, দিন আর রাতে
ঠিক ছেকা খাওয়ার পর পরই, খুরপি হাতে ভাবলেশহীন বাগানের মাটি খুঁড়ি;
বেড়ার ওপাশে নতুন সুন্দরী দেখা যায়, ছাগলে বেড়া খায়, গোলাপ তুলে সুন্দরীর খোপায়; নতুন করে ঝাঁপ, প্রেমে ডানা পোড়াতে বড্ড আনন্দ;
আগুন দেখলে পতঙ্গের হুশ জ্ঞান আর কাজ করে না।
প্রেম আসে প্রেম যায়, নদীর জোয়ার ভাটায়
মনের পুকুরে জোয়ার ভাটা দোলা দেয় না, একটা নারী ছাড়া;
মাঝে মাঝে মনের পুকুরে প্রেমের ঢিল পড়ে, একটু ঢেউয়ের দোলা;
আবার নিয়মমতো প্রেমের যতি, প্রেমিকা হাওয়া; প্রেমিক ক্ষণিক বিরতিতে কুর্চা মুরগীর মত ঝিমায়, গান গায়। প্রেমে মরা বলে জলে ডোবে না; আরে একই পুকুর বার বার কাটলে পানিটা আসবে কোথা থেকে?
কবি বলে প্রেম তোরে করিয়াছে মহান, আরে কবির মাথা আউলা
প্রেম আবার মহান করে নাকি? প্রেমিকের পকেট তো ফাঁকা, ইদানীং আর চিনাবাদামের ঝাঁঝে প্রেম হয় না। নিদেনপক্ষে একটু আধটু চাইনিজ; হালকা অন্ধকার না হলে চুমু খেতেও তো লজ্জা। এতটা অসভ্য এখনো হইনি বাবা।
আলোছায়ার আড়াল আবডালে, গাছের চিপায় অন্ধকার কোণে
সভ্য আর অসভ্যতায় মিল, উম্মা উম্মা প্রেম কথা বলে;
ঠোঁটের গরম শরীরে, মাথার ফিউজ যায় পুরে, ব্ল্যাক আউট;
আপাত: বিরতি লাভ ইউ, লাভ ইউ মার্কা চায়নিজ প্রেমের;
ছেঁকা খেয়ে গান বের হয় প্রেমিকের গলা চিরে, বেসুরা সুরে।
সমাধি নাকি ফুলে ফুলে ঢাকা, মহান কিংবা মহতী প্রেমের;
প্রেমের আবার লিঙ্গ আছে নাকি?
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪০
মহিদুল বেস্ট বলেছেন: ভালো লেগেছে +