নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

খোলস বদল

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৯

খোলস বদল

- যাযাবর জীবন



পলকহীন মাছের চোখ

না হয় দেখাক আপাত: মৃত

জলের সাথে মিশে থাকে

পদ্মপাতায় জলকুমারীর স্বপ্ন দেখে হাসে,

কাঁদে স্বপ্নভঙ্গে;

জলের সাথে লোনাজল

এক ধারায় অবিরত,

কে বোঝে?

আমি মাছ চোখে চেয়ে থাকি

স্বপ্নভঙ্গ দেখি

শব্দের

কবিতার

প্রেমীদের

কবিদের

মানুষের।



প্রেমী হতে হতে কবে যে কবি হয়ে গিয়েছি

কবি হতে হতে কতবার মানুষ হতে চেয়েছি

মানুষ হতে হতে কবে যে মাছ হয়ে গিয়েছি

জানি না,

এখন আর কিছুতেই কিছু যায় আসে না;



তোমাদের ব্যবহারে ধন্য হয়ে গিয়েছি

ক্রমাগত ধন্য হতে হতে চোখের পর্দা খুলে রেখেছি

এখন আমি খোলস বদলে ফেলা শিখে নিয়েছি

ভেতর ও বাইরের, আপাদমস্তক।



এবার কাঁদাও তো আমায় দেখি!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

ডট কম ০০৯ বলেছেন: দারুন লেখনী।

অসাধারণ লিখেছেন ভাই। আমার কাছে ভীষন ভাল লেগেছে।

আরো লিখুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.