![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধারণ
- যাযাবর জীবন
আমি পাহাড়ে,
তোর পদচিহ্ন রেখে এসেছিস সেথা
আমি সাগরে,
তোর আসার কথা ছিল হেথা
তোরা আসা হয় নি
বড্ড খেয়ালী;
হেয়ালী বাতাস
খররোদ মধ্যাহ্ন
গাংচিলের ডুবো ঠোঁট
ঢেউয়ের আছড়ে পড়া কান্না
সাগরের বুকে;
খেয়ালী মন?
লবন জলে লোনাজল মেশে।
ধারণ ক্ষমতা পরিমাপ করে কে?
চোখের
হৃদয়ের
সাগরের।
চোখ খর খর লাগছে কেন?
©somewhere in net ltd.