![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোধের বোধ
- যাযাবর জীবন
ছবি তোলে অনেকেই
ক্যামেরা বড্ড সস্তা হয়ে গেছে ইদানীং,
ফ্রেম বোঝে কজন?
ছবি আঁকে হাতে গোনা
অল্প কয়েকজন, দামী ক্যানভাসে;
কথা বলাতে পারে কজন ?
ভালোবাসে সকলেই
প্রেমে পড়ে সবাই, হরহামেশাই;
কাঁদাতে পারে কজন?
©somewhere in net ltd.