![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদের দোষ
- যাযাবর জীবন
রাতের ফিকে চাঁদ, আকাশ থেকে নেমে আসে অস্পষ্ট ধুসর
আলো হয়ে যায় অন্ধকারের চাদর, ভাবাবেগে প্রেমিক
আপ্লুত প্রেমিকা, নানা রঙের রঙিন স্বপ্ন আঁকা
কিংবা সাদাকালো দুঃখের গাঁথা
ভরে ওঠে কবিতার খাতা।
কেন যে চাঁদ ওঠে আকাশে'তে?
পাগল করতে!!
২| ০১ লা মার্চ, ২০১৪ ভোর ৪:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: রাতের ফিকে চাঁদ, আকাশ থেকে নেমে আসে অস্পষ্ট ধুসর
আলো হয়ে যায় অন্ধকারের চাদর, ভাবাবেগে প্রেমিক
আপ্লুত প্রেমিকা, নানা রঙের রঙিন স্বপ্ন আঁকা
কিংবা সাদাকালো দুঃখের গাঁথা
ভরে ওঠে কবিতার খাতা। ভালোই হয়েছে
৩| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৭:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: পাঠক১৯৭১ বলেছেন: চাঁদ কখনো জানে না যে, তার কারণে সাগরে জোয়ার আসে!
৪| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:২০
তাশমিন নূর বলেছেন: Valoi hoyeche
৫| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:৩২
ডট কম ০০৯ বলেছেন: সব চাদের দোষ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৩২
পাঠক১৯৭১ বলেছেন: চাঁদ কখনো জানে না যে, তার কারণে সাগরে জোয়ার আসে!