| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিবিজিবি
- যাযাবর জীবন
খরখরে ঠোঁট, শুকনো
অপেক্ষার প্রহর গোনে
ভেজার কিংবা ডোবার;
একটি মন, উচাটন চঞ্চল
মনপবন নাও প্রতীক্ষায়
পাল তুলে ভাসার;
একটি হৃদয়, খোলা খাতা
আকুল দিন কাটায়
পড়ে নেবার অপেক্ষায়;
যমুনায় অনেক জল
তেঁতে ওঠা ঠোঁটে ঠোঁট লাগে না
ছাতি ফাটে তৃষ্ণায়;
একটি চুমু
ভগ্ন হৃদয়
একমুঠো রৌদ্দুর
অন্ধকারের গান
মন-যমুনা
উপুড় কলস
অশরীরী চেতনা
স্পর্শের অনুভব
তোর কথা মনে এলেই
হিবিজিবি খরখরে ঠোঁট, শুকনো
অপেক্ষার প্রহর গোনে
ভেজার কিংবা ডোবার;
একটি মন, উচাটন চঞ্চল
মনপবন নাও প্রতীক্ষায়
পাল তুলে ভাসার;
একটি হৃদয়, খোলা খাতা
আকুল দিন কাটায়
পড়ে নেবার অপেক্ষায়;
যমুনায় অনেক জল
তেঁতে ওঠা ঠোঁটে ঠোঁট লাগে না
ছাতি ফাটে তৃষ্ণায়;
একটি চুমু
ভগ্ন হৃদয়
একমুঠো রৌদ্দুর
অন্ধকারের গান
মন-যমুনা
উপুড় কলস
অশরীরী চেতনা
স্পর্শের অনুভব
তোর কথা মনে এলেই
হিবিজিবি সব ..................
তুই ঘুমের ঘোরে হাত বুলিয়ে দিয়ে যাস
আমি জেগে জেগে চুলকিয়ে ঘা করে ফেলি
ভাঙ্গা আরশিতে পলাতকার ছায়া পড়ে না।..................
তুই ঘুমের ঘোরে হাত বুলিয়ে দিয়ে যাস
আমি জেগে জেগে চুলকিয়ে ঘা করে ফেলি
ভাঙ্গা আরশিতে পলাতকার ছায়া পড়ে না।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
বৃষ্টিধারা বলেছেন: সুন্দর....