![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভুল করে
- যাযাবর জীবন
একদিন না হয় ভুল করেই চলে যাব সন্ধ্যের অবসরে তোর ঘরে
সেদিন না হয় ভুল করেই বসতে দিস আমায় শীতল পাটিটি পেড়ে,
একদিন না হয় ভুল করেই ভালোবেসে ফেলবো তোরে
সেদিন না হয় ভুল করেই জড়িয়ে ধরিস মোরে,
একদিন না হয় ভুল করেই স্বপ্ন দেখব মধ্য দুপুরের রোদে পুড়ে
সেদিন না হয় ভুল করেই ঘর বাঁধার স্বপ্ন সাজুক তোরও চোখের পরে।
তারপর না হয় ভুল করে দুজনে মিলে উড়ে যাব স্বপ্নে ডানা মেলে
কিংবা ভুল ভেঙ্গে মানুষ হয়ে ফিরে আসব জল-জঙ্গলের পৃথিবীতে
আবার নতুন করে ভালোবেসে দুজন দুজনাকে
কিংবা আরেকটিবার ভুল করে ভুল বুঝে
ভুল ভালোবাসার মালা গেঁথে
দহনে পুড়ে যেতে
ক্রমাগত ভুল আর ভুলের পৃথিবীতে;
মানুষ'ই তো ভুল করে, ভুল করে
বারে বারে, বারে বারে।
২| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:০০
একজন আরমান বলেছেন:
সুন্দর।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:১৬
আমিনুর রহমান বলেছেন:

মধুর সব ভুল
ভুলের কবিতায় +++