![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চৈত্রের অস্থিরতা
- যাযাবর জীবন
শীত পুড়ছে ধুলো উড়ছে ফাগুন শেষে
গরম উড়ছে লু হাওয়ায় চৈত্র রাতে
অন্ধকারের আস্তর পড়ে আছে চাঁদের ওপর
অমাবস্যার রাতে জ্যোৎস্না খোলেনি চাদর
আগুন লেগেছে বসন্তের গায়ে
অপেক্ষার প্রহর গোনে বৈশাখী ঝড়;
কষ্ট ছাড়া যদি অশ্রু ঝরাতে পারিস
কিংবা মিঠেপানির কান্না
অথবা অমাবস্যায় জ্যোৎস্না
আরো না হয় সহজ করে দিলাম তোকে-
চুপি চুপি কানে কানে ভালোবাসার কথা বলে যাস
আমার সাথে কাঁটার বিছানায় শুয়ে;
আর না হয় -
দূরত্বতেই বাঁধা হলো ভালোবাসার ঘর।
চৈত্রের অস্থির গরমে, একটি অস্থির প্রশ্ন
এলোমেলো করে তোলে, মন অস্থির করে;
খুব প্রায়ঃশই জিজ্ঞাসা করি নিজেরে নিজে
ভালোবেসেছিলাম যাকে একদা ভুলে
সে কি মানুষ না মৌন-বৃক্ষ ?
ভাবতে হবে, নতুন করে।
২| ০২ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৬
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নতুন করে কত কিছুনা ভাবতে হয় --- সময় বড়িই নিষ্ঠুর !!
সুন্দর লেখা
শুভকামনা
৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭
বাকপ্রবাস বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৪ রাত ২:২৯
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ভাল লিখেছেন