![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমস্যা
- যাযাবর জীবন
জীবনটাকে যদি গাছ ধরি
সমস্যাগুলো স্বর্ণলতা
ঝুলে থাকে ডালে ডালে;
জীবন যখন বৈশাখী ঝড়
সমস্যাগুলো সহস্রধারায় নেমে আসে
বৃষ্টি হয়ে টিনের চালে;
জীবন যদি হয় বহমান নদী
সমস্যাগুলো কচুরিপানা
একসাথে মিলেমিশে ভাসে;
আদতে কঠোর বাস্তব জীবনে
সমস্যাগুলো প্রেমিকার আবেশে গলা ধরে
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে।
জীবনটা চাঁদ হলে খারাপ হতো না
পূর্ণিমায় টুকি দিয়ে অমাবস্যায় মুখ লুকাতাম।
২| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০০
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: নীচের লাইন দুটো মনকে দারুন নাড়া দিল-----------ইস যদি এমন হতো--------কত ভালই না হতো-------
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
বেবিফেস বলেছেন: জীবনটা চাঁদ হলে খারাপ হতো না
পূর্ণিমায় টুকি দিয়ে অমাবস্যায় মুখ লুকাতাম।