![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৈশাখের প্রত্যাশা
- যাযাবর জীবন
মধ্য দুপুরের অস্থির গরম
রোদে পোড়ে তোর মুখখানি
ভেতরে পোড়ে আমার
সূর্যের সাথে আড়ি।
অস্থির তুই
ঘামে ভেজা
অস্থির আমি ছাতা হাতে
মেঘের সাথে আড়ি।
তপ্ত দুপুর
তপ্ত মাটি
তপ্ত তুই
তপ্ত আমি
তপ্ত প্রকৃতি;
কাকগুলো বসে আছে ঝিম মেরে
কৃষ্ণচূড়া বৌ সেজে লাল মেখে
আমি তোকে দেখি অস্থির গরমে
চাতক চোখে চাই আকাশ পানে;
অপেক্ষায় তুই
অপেক্ষায় আমি
অপেক্ষায় সবাই মিলে
একটি বৈশাখী ঝড়ের আগমনের।
২| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৪
আমিনুর রহমান বলেছেন:
ঝড় একটা দরকার খুব বেশ গরম পড়েছে !
কবিতায় +++
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: বাহ্ খুবই সুন্দর ========= আসুক একটি ঝড়