নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

সুখের অসুখ

১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৩০

সুখের অসুখ

- যাযাবর জীবন



সুখ কি?

অজানা কোন অসুখ?

কি জানি? কে জানে?



কখনো মনে হয় সুখ যেন

কু ঝিঁক ঝিঁক শব্দে

রেলের চাকায় ঐ সুদূরে মিলিয়ে যাওয়া

কিংবা

কখনো ধু ধু বালিয়াড়ি ধরে

অজানা গন্তব্যে হারিয়ে যাওয়া ।



কখনো সুখ যেন মনে হয়

প্রখর সূর্যে দূর আকাশে

রংধনুর রঙের খেলা

কিংবা

কখনো মধ্য দুপুরে

আকাশ জুড়ে তারাদের মেলা।



আবার কখনো মনে হয় সুখ হলো

অমাবস্যার রাতে

পূর্ণিমার চাঁদের আলোক জ্বলা

কিংবা

দিনের বেলায় সবুজ ঘাসে বিছিয়ে থাকা

সারি সারি জোনাক মালা।



কখনো সুখ যেন

ঘন মেঘের আড়ালে

এক ফালি সূর্যের হাসি

খুব মাঝে মাঝে ঝুম বৃষ্টিতে একলা ভিজতে ভিজতে

মনে মনে তোকে বলা "বড্ড ভালোবাসি"।



কখনো মনে হয় সুখ যেন

দুঃখের ডানায় উড়িয়ে দেওয়া

কালো রঙ এর ঘাসফড়িঙ

কখনো যেন শূন্য মুঠোতে চেপে ধরা

স্বপ্নে পাওয়া অলৌকিক এক সোনার হরিণ।



সুখ তবে কি?

অজানা এক মনের অসুখ

নাকি অচেনা কোন ভাইরাস

কিংবা কোন এক দূরদেশে বসবাসরত তুই

নাকি শুভঙ্করের বিরাট ফাঁকি।



সুখের বাস কোথায়?

সূর্যের আলোক ঘরে

নাকি অমাবস্যার ঘন অন্ধকারে।



সুখ কি?

জানি না,

বড্ড জানতে ইচ্ছে করে।



আমাকেই মনে হয় সুখের অসুখে ধরেছে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২২

স্নিগ্ধ শোভন বলেছেন:



চমৎকার কবিতা। +++++++++++++++++

২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কিয়ে ভাল লাগলো তা কেমন করে বলি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.