![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতা
- যাযাবর জীবন
স্বপ্নে স্বপ্নে দেখি তোরে
ঘুম চোখে চেয়ে
ঘুম চোখে হেঁটে চলি প্রান্তর বেয়ে;
অনুভবে ধরি তোরে
বুকে জড়িয়ে
স্পর্শে পাই তোকে, তুই হৃদয়ে;
চোখ খুলে সূর্যটা বড় চোখে লাগে
বাস্তব বড় কঠিন জীবনের ভাজে।
না হলো দেখা জ্যোৎস্না
না কিরণ
না তোকে
দু চোখ চেয়ে;
না হলো ধরা চাঁদ
না সূর্য
না তোকে
হাত বাড়িয়ে;
রেলের সমান্তরাল পাত ধরে তুই হেঁটে যাস
আমি জ্যোৎস্না ধরি তিমির আঁধারে
জীবন হারিয়ে দেয় স্বপ্নকে, জীবন থেকে।
২| ১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮
আমিনুর রহমান বলেছেন:
সুন্দর +++
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭
অন্ধবিন্দু বলেছেন:
বড়ই কঠিন বাস্তবতা !
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২
রাজহংসী বলেছেন: মদীনার ইহুদীদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহানুভবতা জানুন