![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসার কথা
- যাযাবর জীবন
কতদিন হয়ে গেছে
দেখা হয়নি তোর সাথে
কাব্যের কথা হয়নি কবিতার সাথে
মুখোমুখি বসে, হাত হাত রেখে
আগের মত ঠোঁট ছুঁয়ে ভালোবেসে।
কতদিন হয়ে গেছে
বৈঠা বাওয়া হয়নি শুকনো নদীতে
নৌকা ভাসে নি পলি জমে গেছে
হয়নি পাল তোলা লিলুয়া বাতাসে;
দেখা হয় নি কতদিন উঁকি দিয়ে মনের ঘরে
হয়তো এতদিনে মন নদীটাই মরে গেছে
তোর বিহনে;
তবু তোর কথা এখনো কেন মনে পড়ে
কি জানি হয়তো, যতদিন শ্বাস ততদিন মনেতে আশ রবে
তোরে একবার দেখার তরে।
নাই বা হলো কবিতার সাথে কাব্যের মিলন
প্রেম তো হয়েছিল দুজনে মিলে;
কখনো জ্যোৎস্নার আঁধারে
কখনো ঝুম বৃষ্টির স্নানে
কখনো রোদে পুড়ে ঘামে ভিজে
প্রেমেতে লুটোপুটি দেহের ভাজে ভাজে
ভালোবেসে আর ভালোবেসে;
তাইতো এখনো কান্না পোড়ে
তাইতো এখনো ধোঁয়া উড়ে
মনের ঘরে
তাইতো এখনো কবিতা কথা বলে
কাব্যের কলমে।
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৮
এইচ এম তানভীর মাহমুদ বলেছেন: nice
৩| ১৯ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: সুন্দোর ।
প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৫৩
ফারদীন নিশ্চিন্ত বলেছেন: ভালবেসে ভালবাসার সাথে ভালবাসতে থাকব