নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

দিনরাত্রির প্রহর

২০ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৩০

দিনরাত্রির প্রহর

- যাযাবর জীবন



সময় মধ্যরাত

সবাই ঘুমিয়ে

জেগে আছি তুই, আমি আর রাত্রি

আর জেগে আছে গা ছমছম অন্ধকার

একটানা ঝিঁঝিঁ ডাক

খুব মাঝে মাঝে

দূর থেকে ভৌতিক শব্দে ডেকে ওঠে মদনটাক

আজকালকার যুগে কে আর চেনে সে ডাক?



অনেক দূর থেকে ভেসে আসে

লোহার পাতে ঘরর ঘরর

ঘষটে গড়ানো মালগাড়ীটার ক্লান্ত চলা

মাঝে মাঝে রাত্রির শেষ প্রহরে শুনি

কু ঝিকঝিক হুইসিলে

অস্থির রেলগাড়িটার দৌড়ে চলা;

যেন মনে করিয়ে দিতে, চলাই জীবন

তুই হীনা কেমন থমকে আছে দেহযন্ত্রখানা।



বুকের খাঁচায় কান পেতে শুনেছিস কি কখনো

অপেক্ষার দীর্ঘশ্বাস?

না হয় আরেকটু গভীরে কান পাত,

একটু শুনে যা প্রায় থেমে আসা হৃদপিণ্ডের

ধিমা ধুকপুক আওয়াজ;

তোকে ছাড়া বড্ড বেয়াড়া হয়ে গেছে হৃদযন্ত্রটা।



আসলে মধ্যরাত বড় খারাপ সময়

এ সময় কারো জেগে থাকতে নয়

তোর

আমার

কিংবা মন খারাপের রাতের;

শেয়ালের ডাকে ভর দিয়ে গড়িয়ে চলুক রাতের প্রহর

চল ঘুমিয়ে পরি তুই আমি আর রাত।



নতুন সকালে নতুন করে

না হয় আবার আমরা দুজনার হব

তুই আর আমি মিলে

আর না হয় আবার নতুন দিনে নতুন করে ভাসব

নতুন অপেক্ষা আর নতুন প্রতীক্ষার প্রহরে

দিনগুলো না হয় আবার শেষ হবে নতুন রাতের আঁধারে;

দু জন দুজনকে মনে করে

পরে থেকে দু ভুবনে;

এভাবেই তো কেটে যাচ্ছে আমাদের

আশা আর নিরাশার দিনরাত্রি।





মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৫:৪৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর+

২| ২০ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:০৪

নাহিদ ইসলাম ৩৫০ বলেছেন: চমেতকার।


প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগঃ আইডিয়া বাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.