![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো হব
- যাযাবর জীবন
লেজে পা দিতে কে চায় বল?
সাপের কিংবা তোর;
আমিও হয়তো পাগল
না হলে কান চুলকেছিলাম কেন তোর লেজে
গোখরো ফণাতেও কি এত বিষ আছে?
আবেগ তো প্রেমেতেই থাকে তুঙ্গে
ঝরুক না কিছু বিষ তার থেকে
কামড়ে কিংবা ছোবলে
তোর কিংবা সাপের;
নীল তো এমনিতেই হয়ে আছি
এবার না হয় কালো হব।
এবার বড্ড গরম পড়েছে রে
দেখিস না আগুনে পুড়ছে তোর কামুক প্রেমিক?
কেওরে হুড়কো তুলে পেতে দে তোর গরম আঁচল
ঠান্ডা হয়ে নে শীতল পাটিতে শুয়ে
কিংবা সাড়া দিয়ে প্রেমিকের কাম আহ্বানে
পুড়লোই না হয় গরম, আরেকটু ঘামে;
কাম ঝরে গেলে
শীতল পাটিতে ক্লান্ত জড়াজড়ি ঘুমিয়ে পড়ার আগে,
খুব ভালো করে একবার প্রেমিক দেখে নিস
তার পর না হয় আরেকবার বিষ ঢেলে দিস;
নীল তো এমনিতেই হয়ে আছি
এবার না হয় কালো হব।
©somewhere in net ltd.