![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেঘ বিলাস
- যাযাবর জীবন
ছায়া নেই?
আচ্ছা না হয় কিছু অশ্বত্থ গাছ পাঠিয়ে দেব সূর্যের দেশে
পানি নেই?
সেটাও না হয় কিছু তুলে দেব সাগর সেঁচে।
পাখির ঠোঁটে জলের তৃষ্ণা আকণ্ঠ
দুপুরে নামে অন্ধকার
কাঠফাটা নিম গাছটায় মরে আছে কিছু কাক
কাকচক্ষু পুকুরটা লুকিয়েছে কোথায়?
ছটফটে রাতটাকে আলুপোড়া দেই সূর্যের উনুনে
ঘুম কোথায়?
বেড়াল জিহ্বায় খরচোখেতে লবন চাটে লু-বাতাস;
মাটির মানচিত্র কাঁদে
পানির হাহাকার;
না হয় কিছু মেঘ পাঠিয়ে দেব তোর কাছে
বাষ্পের লিফটে ভরে
এবার তো সিক্ত কর আমায়, হে আকাশ।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর!!!
++++
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
প্রথম বাংলা বলেছেন: মেঘ যাযাবর