![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবিষ্যৎ
- যাযাবর জীবন
আমি এখানে
রোদে পুড়ে
ঘামে ভিজে
দিন কাটে দিনের শেষে
অস্থির লাগে মনের ঘরে;
তুই ওখানে অনেক দূরে
এসি ঘরে
ঠান্ডা হয়ে
রাত কাটাস রাতের পরে
ঘুম কি আসে চোখের পরে?
এখন আমাদের মাঝে
দূরত্ব মাইলের
দূরত্ব সময়ের
দূরত্ব অনুভবের
দূরত্ব মানসিকতার;
তবুও হৃদয়ের কোথাও কি সুতোর টান বুঝিস না?
ভালোবাসাবাসির সে দিনগুলোতে দূরত্ব কিন্তু ছিল না।
যতই সরে গিয়েছি আমরা পরস্পর থেকে দূরে
ততই সরে গিয়েছে ভবিষ্যৎ আমাদের থেকে দূরে;
এখন আর তাল মিল লয় খুঁজে কি হবে?
বীণার ছেঁড়া তারে সুর লাগে না।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: সুন্দর++++