![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বামী-স্ত্রী সম্পর্ক
- যাযাবর জীবন
পুরুষ কেন রাসপুটিন ভাব ধরে
ফেরোমিন ছড়িয়ে দিয়ে
সম্ভোগেই কি সকল আনন্দ?
সুখ খোঁজে পর নারীর দেহের পরে;
স্ত্রী কিন্তু আছে ঘরে।
কি দরকার
নারীর দ্রৌপদী সাজার?
পর পুরুষের মনোরঞ্জনে
ছড়িয়ে বাসনা অঙ্গে অঙ্গে
সুখের খোঁজ পর পুরুষের দেহের তরে;
স্বামী কিন্তু আছে ঘরে।
ওপরওয়ালা স্বামী-স্ত্রী সম্পর্ক বানিয়েছেন
অনেক ভালোবাসায়
জোড়া জোড়া করে,
বোকা মানুষগুলো নিজ হাতে নষ্ট করে
মধুর সে সম্পর্ক
রিপুর তাড়নায় পড়ে।
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
তাসজিদ বলেছেন: ভাল লাগল।
কিন্তু চারিদিকে নোংরামির ছড়াছড়ি
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫
নির্বাসন এ একা বলেছেন: হ্যাঁ ভাই
আমরা বুঝেও মন বন্ধ করে রাখি
খোলা চোখে চাখি
যতসব নোংরামি।
৩| ০৬ ই মে, ২০১৪ রাত ১১:৩৬
বাংলার পাই বলেছেন: সুন্দর কবিতা।
খুব খুব ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন।
০৭ ই মে, ২০১৪ দুপুর ১২:১৬
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: ভালো লিখেছেন। ভালো লাগলো।