নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

ইট কাঠের জঙ্গল

২২ শে মে, ২০১৪ রাত ১১:৪৮

ইট কাঠের জঙ্গল

- যাযাবর জীবন



ভোর হওয়া দেখি না কতদিন হয়ে গেছে,

সূর্য আজকাল ওঠে বিশাল সব অট্টালিকার গা বেয়ে

ইট জংগলের শহরেতে

পাখিদের কিচিমিচি বিহীন

রবি ওঠা ভোর

এখন আর কে দেখে?

জানালার শার্সির ফাঁকে এখন ভোর না হলেও

সকাল ঠিকই হয় চামড়া পোড়া সূর্যের আগমনে

পাহাড় প্রমাণ অট্টালিকা পার হয়ে

হয়তো তখন সকাল দশটা বেজে গেছে

পাখ পাখালির তখন প্রায় দুপুর ঘনিয়েছে

শহুরে আমি চোখ ডলে ঘুম থেকে জেগে উঠে

ঘড়ির কাঁটার দিকে নির্লিপ্ত তাকাই

ও মা! দশটা বেজে গেছে!



এই তো সেদিনের কথা এখনো মনে আছে

খুব ভোর বেলায় ঘুম ভাঙত প্রতিদিন

ভোরের পাখপাখালির কান ঝালাপালা কিচিমিচি ডাকে,

রবি তখনো উঁকি দেয় নি আমার জানালার শার্সিতে

আড়মোড় ভেঙ্গে চোখ ডলে ডলে চেয়ে থাকতাম

চারিদিক খাঁ খাঁ ধানের মাঠের পরে

প্রতীক্ষায় সূর্যদেবের আগমনের

মাঠ প্রান্তরের গ্রাম্য পরিবেশে।



সেদিনও ভোর হতো রবির আগমনে

দূর মাঠে

আজো সকাল হয় সূর্যের খাড়া তাপে

ইট কাঠের শহরেতে,

চোখের নিমিষেই যেন গ্রাম হারিয়ে গেল

শহরের কালগ্রাসে;

সূর্য সেই আদি থেকে একই আছে

শুধু সময় বদলে গেছে

সভ্যতা বদলের সাথে সাথে।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:১৪

একজন আরমান বলেছেন:
সুন্দর।

শুধু সময় বদলে গেছে
সভ্যতা বদলের সাথে সাথে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.