![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দাবার ঘুঁটি
- যাযাবর জীবন
দাবার ঘুঁটি আমরা সবাই
খেলে অন্য কেও
বসে অন্য কোথাও;
শতরঞ্জির খেলায় এক ঘর হাঁটে রাজা কুঁড়ে
মন্ত্রী লাফায় বিপুল বেগে তাঁর চারিদিক জুড়ে
ঘোড়ার লাফ আড়াই ঘরে
রাস্তা কাটে হাতি পেঁচিয়ে শুরে
পাল তোলে নৌকা ওপর নীচে
এক পা, এক পা করে বাড়ে বড়ে
শতরঞ্জির পুরোটা মাঠ জুড়ে,
দাবার ঘুঁটি শতরঞ্জিতে সেজে বসে
খেলে অন্য কেও, অন্য কোথাও বসে।
শতরঞ্জির খেলার মাঠ
সাজ সাজ রব রণের মাঠ
খেলা শেষে সৈন্য সামন্ত রাজা মন্ত্রী
দাবার বাক্সে একসাথে মিলে সবাই বন্দি;
জীবন খেলায় আমরা সবাই দাবার ঘুঁটি
শতরঞ্জির মাঠে সবাই মিলে সেজে বসি
খেলে অন্য কেও, অন্য কোথাও বসে
বড়ে'র ঘোড়ার লাফ দেখে কুটিকুটি হয় হেসে;
রাজার সাথে দাবার বাক্সে পাশাপাশি শোয় বড়ে
মরার পরে সকল দেহ মাটি হবে, মাটির ঘরে।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৪ রাত ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন: দারুণ!!
++++