নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

বোধে বিবি সাহেবান

১২ ই জুন, ২০১৪ রাত ৮:০২

বোধে বিবি সাহেবান

- যাযাবর জীবন



ও গো বিবি সাহেবান,

অহংকারের এত কি আছে?

নিত্যই করে যান;

আপনার পেট আছে

আছে ক্ষুধা, খাদ্য খান

আপনার ঘরের ঐ বান্দিটারও তো ক্ষুধা লাগে

মোচড়ায় পেটের ভেতরে

আঁচড়ায় ক্ষুধার নখে

একবারও কি চিন্তায় আসে?

তার কথা কেন ভুলে যান?

আপনারা ভাত খান, সে কি পাথর খায়?

পেট ভরলে আপনি না হয় নরম ম্যট্রেসে ঘুমান

সে মাটিতে শুয়েই ঘুম যায়

যদি পেটে পড়ে সেদ্ধ একমুঠ চাল

আপনার মাটির শরীর রক্তে মাংসে গড়া

তারও তো হাত কাটলে রক্ত বের হয় লাল;

আপনার দেহে যতগুলো ভাঁজ তারও কিন্তু আছে সম পরিমাণ

আপনার আছে

লোভ

কাম

ক্রোধ

ক্ষমতা আছে আপনার মেটানোর সে সব বোধ;

তার নেই?

আছে, শুধু মেটানোর ক্ষমতা নেই।



আপনি না হয় স্বামী সোহাগী

ওম নেন বুকের ভেতর ঢুকে

সাহস থাকে তো ভালোমানুষ স্বামীটারে

রাতের অন্ধকারে,

একবার সুযোগ দিয়ে দেখেন দেখি!

কত দেখলাম ভদ্দরনোক!!!



লাইটের আলোতে আপনি না হয় দেখতে সাদাই হলেন একটু

সাহস থাকে তো লাইট নিভিয়ে দেখুন তো পরখ করে

তার আর আপনার মাঝে পার্থক্য কতটুকু?

শরীরের ভাঁজে

দেহের খাঁজে

অনুভূতিতে

ক্ষুধায়

যন্ত্রণায়

কামে

ও ক্রোধে;

ভেবেছেন কি একবার?

আসে কি বোধে?

তবে এত অহংকার কেন গো আপনার

হে বিবি সাহেবান।







মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৪ রাত ৮:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর লেখনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.