নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

চক্র

২০ শে জুন, ২০১৪ সকাল ৭:১৬

চক্র

- যাযাবর জীবন



জানালার শিক ধরে নেমে আসে রাত

জানালার শিক বেয়ে উড়ে যায় দিন

সুখ দুঃখ

হাসি কান্না

প্রেম প্রীতি

ভালোবাসা ঘৃণা

আলো অন্ধকার

দিন আর রাত্র

ক্রমাগত, জীবনের চক্র;

আমরা ঘুরছি,

আমি

তুমি

সে

ঘুরছে পৃথিবী

জীবন চলছে অন্তহীন পথে।



অতঃপর ব্যথাগুলো এক এক করে মিলিয়ে যাবে

অতঃপর সব গান থেমে যাবে,

তারপর চুপচাপ;

অতঃপর মাটিতে মাটি ঘুমুবে,

পরম শান্তিতে;

অতঃপর স্তব্ধ চারিধার

অন্ধকার শুধুই আমার;

ছুটে চলবে তুমি

দৌড়বে সে

ছুটে চলা জীবনের,

অন্তহীন পথে।



পৃথিবীর ছুটে চলা সদর্পে

বিরামহীন পথে

নিয়মমাফিক তাঁরারা ঝরে পড়বে কিছু

আকাশ হতে

জানা আছে সবারই,

কে কার কথা মনে রাখে?

তবুও কিছু শূন্যতার অনুভব

হয়তো রয়ে যায় কোথাও

কিংবা ভালোবাসার;

অতঃপর গতিই জীবন

অন্তহীন পথে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সকাল ৭:২২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.