নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

সত্যের দিশা

২০ শে জুন, ২০১৪ রাত ১১:০৬

সত্যের দিশা

- যাযাবর জীবন



মাছ পচে দুর্গন্ধ ছড়ায়

মাছ পচানো হয় শুকিয়ে খায়

পচা মাছ মাটি চাপা দুর্গন্ধ এড়াতে

শুঁটকির কদর অনেক বেশি রসনা মেটাতে

পচে যাওয়া আর পচানোর মাঝে পার্থক্য কোথায়?

কোনটা সত্য?

পচে যাওয়া না পচানো?

কে জবাব দেবে?



মন নষ্ট হয় বয়সের ভারে, মরে যায় ধীরে ধীরে

মন নষ্ট করে দেয় মানুষের ব্যবহারে

নষ্ট মন নিয়ে নষ্ট কষ্টে জীবন, ধুঁকে ধুঁকে চলে

নষ্ট করে দেয়া মনে ঘৃণা, বিতৃষ্ণা আর প্রতিহিংসা জ্বলে

নষ্ট হয়ে যাওয়া আর জোর করে নষ্ট করে দেয়ার মাঝে পার্থক্য কোথায়?

কোনটা সত্য?

নষ্ট হওয়া না করা?

কে জবাব দেবে?



মনের গহীনে উঁকি দিলেই কি

জবাব পাওয়া যাবে?

নাকি সত্যের শেকড়

জীবনের আরো অনেক গভীরে।



ধ্রুব সত্য বলে কি কিছু আছে?

নাকি সবই কথার খেলা, কথার মারপ্যাঁচ

জীবনে সত্য বলে যদি কিছু থাকে

মাটির দেহ মাটিতেই যাবে

কিংবা পুড়ে ছাই হবে

সত্য, সত্যের দিশা খুঁজে নেবে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.