![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বার্থ চিন্তা
- যাযাবর জীবন [/sb]
প্রথম দাঁতটা ইঁদুর খেয়েছিল
দাদীর হাতে
শেষ দাঁতটা টুপ করে ঝরে গেলো
নাতির হাতে
দু প্রান্তে দু প্রজন্ম
মাঝখানে সেতুবন্ধন আমি;
আদি থেকে পরিবারের চলমান ধারা
একসময় বনেদী ছিল
সম্পর্ক
পরিবার
অনুশাসন
ঠিক দাঁতের মতই শক্ত,
দিন বদলাচ্ছে
বদলাচ্ছে সম্পর্কের ধরণ
খুব সহজেই ফাটল
কিংবা ভেঙে যাচ্ছে সহসাই অকারণ;
দাঁতের মত শক্ত হয় না এখনকার সম্পর্কগুলো
পোকা ধরার আগেই টুপ করে ঝরে পরে স্বার্থ বাতাসে।
বৃদ্ধাশ্রমগুলোও যেন আজকাল ব্যবসায়ে পরিণত হয়েছে
আমার সঞ্চয় কি আছে? নতুন করে ভাবতে হবে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৪ রাত ১:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!!
অনেক অনেক ভালো লাগা।