![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাঁদনির অপেক্ষা
- যাযাবর জীবন
অন্ধকারের ডানা ভেঙে ধেয়ে আসে আলোর মিছিল
নৃত্যের তালে তালে,
তাঁরা জ্বলে
জোনাক জ্বলে
জ্বলে ফসফরাস জোয়ার জলে
রাত্রি জ্বলে যায় পূর্ণিমার অথৈ ঢলে।
চকচকে সোনা রোদ রাতের আকাশটা জুড়ে
ঝকঝকে কাসার থালা আকাশে সেজে আছে আলোক জ্বেলে
বাইরে আগুন বৃষ্টি হচ্ছে আজ রাতে
জ্যোৎস্নাগুলো কুঁড়িয়ে এনে বেঁধে দেব তোর আঁচলেতে;
আজ পূর্ণিমা
চাঁদনির অপেক্ষায় বসে আছি,
ভালোবাসার বন্যায় আমায় ভাসিয়ে নিতে
এখুনি এলো বলে।
স্বপ্নগুলো স্বপ্নই রয়ে যায়
ভালোবাসা জ্বলে যায় প্রতি পূর্ণিমায়
তোর অপেক্ষায়।
©somewhere in net ltd.