নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

আমিও মানুষ

১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:২৭

আমিও মানুষ

- যাযাবর জীবন



ষড়রিপুর কবল থেকে বের হয়েছে কবে, কে?

মানুষ না বলে তাকে দেবতা বলে;

বাইরে দেখি চোখ ঝলসে যাওয়া আলো

মনের ঘরেই তো আছে অন্ধকার কালো

সেখানে ঘুমিয়ে থাকে

কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য

যখনি রিপুর জোয়ার আসে রাতের অন্ধকারে

যা কিছু সামনে পায় মুখে পুরে

সাপের ছোবলে টুক করে

তারপর আবার নিপাট ভালোমানুষ

কদিন রিপুর খাদ্যে জাবর কাটে

আবার থাবা মেলে খিদে পেলে

ক্রমাগত

মানুষ বলে কথা!



খুব মাঝে মাঝে নিজের ভেতর তাকাই

নিজেই চমকে যাই

রিপু এসে মাথা কুটে আমার চৌকাঠে

দরজা খুলে স্বাগত জানাই

রিপুর কবলে সঁপে দেই নিজেকে

মহানন্দে ভূরিভোজন রিপুর খাদ্যে

তারপর নিপাট ভালোমানুষটি সেজে

আবার কেওর দেই মনের ঘরে;

আরে আরে

দ্বিচারিণী শ্বাপদ দেখি আমারই ভেতরে।









মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৪

বেপরোয়া বেদুঈন বলেছেন: চমৎকার উপলব্ধি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.