নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্ব টিকে থাক

০১ লা আগস্ট, ২০১৪ রাত ১:০১

বন্ধুত্ব টিকে থাক

- যাযাবর জীবন



অনুভবে তোকে ধরতে যাই

বন্ধুত্বের তিতলি উড়ে যায়

প্রেম কানে কানে কয়

তারে ধরতে নয়;

যতই মন পোড়াই

ততই তোতে জড়াই

যেন এই আছি এই নাই

প্রেমের অন্ধ গলিতে বন্ধু, তোরে হারাই;

তার থেকে তোর জন্য যত ভালোবাসা

উড়িয়ে দিলাম

তুই ছুঁয়ে দিলি

আমি তোর হলাম

ভালোবাসা একান্তই আমার হলো

অনুভবে অনুভূত

হৃদয়ে একান্তে,

শুধু হাত বাড়ালে নাই

তুই

ভালোবাসা

অনুভব

ক্ষরণ আমার, লাল থাকুক তোর মনে

হৃদয় আমার পোড়ে, দাবানল বনে বনে।



বন্ধুত্বকে ভালোবাসার মাত্রায় নিয়ে গেলে

সম্পর্ক পরিধি হারায়

বৃত্তের কেন্দ্রে হয়তো ভালোবাসা কেন্দ্রীভূত হয়

বন্ধুত্ব অবশ্যই অতলে ডুবে যায়;

তার থেকে বন্ধুত্ব হোক অমলিন

তোর আর আমার

বন্ধুত্বের সম্পর্ক টিকে থাক চিরদিন।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.