![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পূর্ণতা
- যাযাবর জীবন
অর্ধেক মন
অর্ধেক শরীর
একটু দেখা চোখের
একটু স্পর্শ ঠোঁটের
অর্ধেক আবেগ মনে
অর্ধেক ভালোবাসা কামে
দুই অর্ধেকে মিলে পূর্ণ যে নাম
তাকে কি প্রেম বলে?
মন মরে গেলে শরীর দিয়ে কি হবে?
কিংবা শরীর মরে গেলে?
কয়দিন ভালোবাসা, বাসা বেঁধে রবে মনে?
শুধুমাত্র অনুভবে কি ভালোবাসা হয়?
পড়ে থেকে দুজন দু-ভুবনে।
©somewhere in net ltd.