নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

বোকারামের বোধন

১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৭

বোকারামের বোধন

- যাযাবর জীবন



ঢাক ঢোল কানারা বাজিয়ে

ধুমধাম গাঁয়ের লোক খাইয়ে

ঘরে বৌ এনেছে বোকারাম;

বাসর রাতে রমণ সুখে

বৌ এর মুখ থেকে ছিটকে বের হলো হরিনাম!

বোকারাম বোকা হয়ে কয়

ও কি বৌ! রমণে কোথায় গো হরির স্থান?

বৌ বলল, ওরে ও বোকা

কালে কালে শুনবে আরও কত কথা

কত সব মহা-মনীষীর নাম

যখন যেভাবে যেখানে যে গুরু

আমারে করেছিল দীক্ষাদান

পদে পদে আমি সেসকল গুরুর, চরণে করি গো প্রণাম;

সেদিন থেকে বৌ এর সাথে সাথে

চলতে ফিরতে

খেতে বসতে

শয়নে স্বপনে

ঘুম ও জাগরণে

কাম আর রমণে

বোকারামও জপতে লাগল

হরি

তোপসে

বুবাই

কানাই

আরও কত কত সব নাম না জানা গুরুজীর নাম।



একদা শ্বশুর বাড়িতে গিয়ে দেখে বোকা

সকল মহা-মনীষীই যে আছে সেথা

কেও মাসতুতো ভাই

তো কেও পাড়া'তো ভাই

কেও কর্মচারী

তো কেও পাশের বাড়ি

হরি, তোপসে, বুবাই, কানাই

মলয়, প্রলয়, গুরু সবাই

আছে তার শ্বশুরকুলে

জপত বৌ এর সাথে যে সকল নাম

আছে তারা সকলেই

শ্বশুরবাড়িতে সশরীরে বিদ্যমান।



মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৩৯

লেখোয়াড় বলেছেন:
হে হে হ হ হা হা হা .................

ভাল লাগল। অনেক হাসিলাম।

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৭

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই

ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো।

২| ১১ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:০৯

নুরএমডিচৌধূরী বলেছেন: মজা করে পড়লাম কয়েকবার খুব ভাল

১১ ই আগস্ট, ২০১৪ রাত ১১:০৮

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই,

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.