![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভয়
- যাযাবর জীবন
যেদিন ঝুম বৃষ্টি হবে
সেদিন খোলা আকাশের নীচে ভিজতে ভিজতে মনে করিস
এক প্রতিবন্ধী আধামানব তোকে ভালোবেসেছিল;
যেদিন আকাশে জ্যোৎস্নার প্লাবন হবে
সেদিন চাঁদের আলোয় ভিজতে ভিজতে মনে করিস
এক প্রতিবন্ধী আধামানব তোকে ভালোবেসেছিল;
আর যেদিন তোর চারিদিক অন্ধকার হবে
যেদিন কেও রইবে না পাশে
যেদিন বৃষ্টি হবে না আর পৃথিবীতে
যেদিন জ্যোৎস্নায় পূর্ণ-গ্রহণ হবে
সেদিন না হয় একবারেই চলে আসিস
প্রতিবন্ধী অর্ধমানব এর কাছে;
পাশাপাশি দুটো ছোট্ট মাটির ঘর
চেয়ে নিয়েছি আমি ওপরওয়ালার কাছে
জানিসই তো আমার একা থাকতে বড্ড ভয় করে।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ খেয়ালি ভাই
২| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:১৬
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ১২:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । এমন একটি কবিতা আমার লিখার ইচ্ছা ছিল ।আপনি লিখেফেলেছেন ।
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৩
নির্বাসন এ একা বলেছেন: হা হা
আপনার মনের কথাগুলো পড়ে ফেলেছি আগেই
ভালো থাকুন সেলিম ভাই।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৪ রাত ৮:০৪
খেয়ালি দুপুর বলেছেন: "সেদিন চাঁদের আলোয় ভিজতে ভিজতে মনে করিস
এক প্রতিবন্ধী আধামানব তোকে ভালোবেসেছিল..." অপূর্ব !