![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লাটাই
- যাযাবর জীবন
অর্ধেক তুই
অর্ধেক আমি
অর্ধেক প্রেম
ভালোবাসা বলে দামী
তবুও যখন তখন প্রেম উবে যায়
দুজন দুদিকে হর হামেশায়;
অর্ধেক ঘুড়ি
অর্ধেক লাটাই
কড়া মাঞ্জা
পুরো সুতাই
তবুও যখন তখন সুতা ছিঁড়ে যায়
ঘুড়ি উড়ে চলে দূর অজানায়;
জীবন ঘুড়ির লাটাই অন্য কারো হাতে
আমরা আকাশে উড়ি
সুতো ছাড়ে সে
আমরা ভেসে চলি
কাটাকাটি খেলে সে
মাটির দেহ মাটিতে।
©somewhere in net ltd.