![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুই আর আমি
- যাযাবর জীবন
পুবের হাওয়ায় পশ্চিমে দাঁড় বাওয়া তোকেই মানায়
ঈশান কোনে নীল ঝড় ওঠে অভিমানের আনাগোনায়
একপ্রান্তে চাহিদার পাহাড়
অপর প্রান্তে জালটেনে ঝাঁকে ঝাঁকে রূপালী প্রাপ্তি
মাঝে শূন্যতার নদী
নদীতে দখিণা বাতাসে পাল উড়িয়ে
মনে উত্তুরে হাওয়ায় চাদর গাঁয়ে
সেই তোর কাছেই ফিরে আসা
নৈর্ঋত ঘুরে;
চাঁদ আর চাঁদনি দুজন দুজনার
তবুও পায় না ছুঁতে কেও কাওরে
আমি তোর না হলেও তুই আমার
তবুও দুজন স্পর্শের ওপারে।
ব্যবধান সময়ের, কালের, নিয়তির
ব্যবধান তোর আর আমার
ব্যবধান আমাদের ভালোবাসার;
তোর ভুল হয়েছিল আমাকে ভালোবাসা,
সহজেই শুধরে নিয়েছিস;
আমার ভুল হয়েছিল তোকে মনে রাখা,
মনের মাঝে গেঁথে রেখেছি।
ঘুরে ফিরে তোর কাছেই,
অভিমানের শুকনো ছাতু গিলতে হয় আমাকেই
পানি দিতেও বড্ড আলসেমি তোর
গলায় ঠেকে গেলে বৈধব্য সইতে পারবি?
©somewhere in net ltd.