![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনরাত্রি
- যাযাবর জীবন
এখানে ওখানে যেতে হয়
নানা কাজে
নানা সময়
তোর থেকে অনেক দূরে
ভাবিস কেন রে?
থাকিস তো তুই সবসময়ই আমার হৃদয় ঘরে
বুকের খুব গোপন পকেটে
যখনই সুযোগ পাই বুক খুলে তোর যুঁই গন্ধ মাখি
পথের ক্লান্তি ভুলে থাকি
তারপর আবার তুই মন পকেটে
আমি ব্যস্ত ভীষণ কাজে;
কেটে যাচ্ছে আমার ব্যস্ততার দিন
আর তোর গন্ধে মাখা অলস রাত্রি
তোকে ছাড়া
আর তোকে নিয়ে
বুকের নরম ঘরে
খুব একান্তে
তো'তে আর তো'তে
মাখামাখি হয়ে।
©somewhere in net ltd.