নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নির্বাসন এ একা

হাত, পা, মাথা থাকলেই মানুষ হওয়া যায় নাহ্রদয় ধ্বক ধ্বক করলেই বেচে থাকা হয় না

নির্বাসন এ একা › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে তুই, স্বপ্নে প্রেম

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

স্বপ্নে তুই, স্বপ্নে প্রেম

- যাযাবর জীবন



চাঁদের কাছে চাই

চাঁদনি হাসে, রাত্রি কাঁদে;

সূর্যের দেশে যাই

চামড়া পোড়ে, আলো হাসে;

প্রেমের কাছে যাই

আকাশছোঁয়া ভাবনারা মাথায় নাচে

হৃদয় কাঁপে;

ছুঁতে না ছুঁতেই তুই হারিয়ে যাস

অন্ধকার রাতে

হৃদয় কাঁদে,

কাঁদে অন্ধকারে ভালোবাসায় গান।



তোর কাছে বসি,

স্বপ্নেরা হাসে;

হাত বাড়ালেই ভালোবাসা

স্পর্শে তুই,

কাঁচের জলে টুংটাং সেতার প্রেম

স্বপ্নে তুই আমার হতেই

আমি তোর হলাম

যেভাবেই হোক, তোকে তো পেলাম!

ভালোবাসার একটুখানি স্পর্শ মনে মাখলাম;

তারপর,

ঘুম ভাংতেই হাহাকার জাগানিয়া গান।



তোর আর আমার মাঝের দূরত্ব

এক রাত স্বপ্ন।







মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩৬

নুর ইসলাম রফিক বলেছেন: osadharon

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই নুর ইসলাম রফিক

ভালো থাকুন।

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪১

সাইফুদ্দিন আযাদ বলেছেন: চমত্‍কার রুমান্টিকতার ছোয়া... ভালো লাগলো...

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৯

নির্বাসন এ একা বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

ভালো থাকুন, সুস্থ থাকুন।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৮

কলমের কালি শেষ বলেছেন: ভালো ভাবনা । ভালো লাগলো ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

নির্বাসন এ একা বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.